Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআবারও জরিমানা গুনছে গুগল

আবারও জরিমানা গুনছে গুগল

প্রযুক্তি জায়ান্ট গুগলকে আবারও জরিমানা গুনতে হচ্ছে রাশিয়ায়। নিষিদ্ধ কনটেন্ট না সরিয়ে ফেলায় ৪ মিলিয়ন রুবল জরিমানা করা হয়েছে। মস্কোর একটি আদালত সোমবার এই আদেশ দিয়েছেন। সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নিষিদ্ধ ওয়েবসাইটগুলোর বিভিন্ন লিঙ্কে অ্যাকসেস দেওয়ায় নতুন করে গুগলকে জরিমানা করা হয়েছে।

তবে এ দফাতেও এখন পর্যন্ত গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ায় প্রযুক্তি জায়ান্টগুলোর লাগাম টেনে ধরতেই বেশ কিছু নীতিমালা গ্রহণ করেছে পুতিন সরকার। প্রতিনিয়তই নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে নেওয়ার জন্য গুগল ও মেটাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগেও জরিমানাও গুনেছে এ দুটি প্রতিষ্ঠান। রাশিয়ার দেওয়া আগের সতর্কবার্তায় বলা হয়েছিল, নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে না নিলে জরিমানা থেকে মুক্তি নেই গুগল ও মেটার। রাশিয়ায় ওই প্রতিষ্ঠানগুলোর আয় করা রাজস্ব থেকেই ওই জরিমানার অংশ কেটে নেওয়া হবে। তবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments