Monday, March 20, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআবহাওয়া সঙ্কটে ভয়াবহ বিপর্যয়ের পথে পৃথিবী

আবহাওয়া সঙ্কটে ভয়াবহ বিপর্যয়ের পথে পৃথিবী

আবহাওয়া সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের পথে হাঁটছে পৃথিবী। বিশ্বব্যাপী ১ দশমিক ১ সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছে। সম্প্রতি এমনটাই উঠে এসেছে পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের এক গবেষণায়। প্রতিক্রিয়া দৃশ্যমান হতে শুরু করেছে অন্তত পাঁচটি ক্ষেত্রে। গ্রিনল্যান্ডের আইস ক্যাপ ধস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উত্তর আটলান্টিক মহাসাগরে প্রধান স্রোতের বিপর্যয়, বিশ্বব্যাপী বৃষ্টি বর্ষণে অনিয়ম এবং উত্তর মেরুতে কার্বনপ্রধান হিমায়িত অঞ্চলের গলে যাওয়া। মাত্র ১ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবী অনিরাপদ হয়ে উঠতে পারে। স্বাভাবিকভাবেই পৃথিবী বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠবে। গোটা মানবসভ্যতার বেড়ে ওঠার গল্প মূলত অনুকূল তাপমাত্রার মধ্যেই রচিত হয়েছে। অন্যদিকে তাপমাত্রার কারণে একটা দিক ভারসম্য হয়ে উঠলে আবশ্যিকভাবে অন্য কোনো দিকে তার প্রভাব পড়বে। যেমন বরফ গলে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। অথচ এভাবে চলতে থাকলে শিগগিরই পৃথিবীর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। এমনটাই মনে করেন গবেষক দলের প্রধান অধ্যাপক জোহান রকসট্রম। অ্যামাজন রেইনফরেস্ট অস্থিতিশীল হয়ে ওঠার নিদর্শন মিলেছে গবেষণায়। অবশ্যই এর গভীর প্রভাব পড়বে আবহাওয়া ও জীববৈচিত্র্যের ওপর। পরিবর্তিত হয়ে যাবে গ্রিনল্যান্ডের আইস ক্যাপ ও মেরু অঞ্চলের স্রোতপ্রবাহের চিত্র। তাপমাত্রা এ মুহূর্তে টিপিং পয়েন্ট অতিক্রম করছে। রয়টার্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments