আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ঠিক আগ মুহূর্তে খবর আসে, এই ম্যাচের পিচ কিউরেটরের মরদেহ পাওয়া গেছে তার হোটেল রুমে। ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিক মোহন সিং তৈরি করেছিলেন এই ম্যাচের উইকেট। ভারত-আফগানিস্তান ম্যাচের উইকেটও তিনি বানিয়েছিলেন। আবুধাবি ক্রিকেট বোর্ড মোহনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি। তার এমন আকস্মিক মৃত্যুর কারণ জানা যায়নি। এরই মধ্যে তদন্তে শুরু করেছে স্থানীয় পুলিশ।
মোহন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চাকরিতে যোগ দেন ২০০৪ সালে। এর আগে তিনি দীর্ঘদিন কাজ করেছেন পাঞ্জাবের মোহালি ক্রিকেট গ্রাউন্ডের কিউরেটর হিসেবে।১৯৯৪ সাল থেকে মোহালিতে কাজ করতেন তিনি। পাঞ্জাবের স্থানীয় ক্রিকেটে কাজ করেছেন সহকারী কোচ হিসেবেও।