পাবজি ও টিকটক অ্যাপের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর অভিযোগ এনেছে তালেবান সরকার। তিন মাসের মধ্যে অ্যাপ দুটি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আফগানিস্তানের নিরাপত্তা দপ্তরের প্রতিনিধি এবং শরিয়ত আইন বিশেষজ্ঞরা আলোচনা করার পরই এ বিষয়ে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে তারা। দেশটির সংবাদমাধ্যম খাম্মা প্রেস এ তথ্য জানিয়েছে।
চীনা মোবাইল গেম প্লেয়ারস আননোন ব্যাটল গ্রাউন্ড বা পাবজি এর আগেও নিষেধাজ্ঞার কবলে পড়েছে। ভারত, পাকিস্তান, নেপাল ও চীন সরকার গেমটি নিষিদ্ধ করেছে। চীনে পাবজির বিকল্প হিসেবে ‘গেম ফর পিস’ নামের একটি গেম খেলা হয়, যা তৈরি করেছে ডেভেলপার কম্পানি টেনসেন্ট। এক বছর আগে ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর দুই কোটি ৩০ লাখ ওয়েবসাইট বন্ধ করেছে তারা।
সূত্র : ইন্ডিয়া টুডে