Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআপাতত বন্ধ থাকবে টুইটার ব্লু নতুন নিয়োগের ঘোষণা মাস্কের

আপাতত বন্ধ থাকবে টুইটার ব্লু নতুন নিয়োগের ঘোষণা মাস্কের

প্রিমিয়াম সেবা টুইটার ব্লু আপাতত বন্ধ রাখতে যাচ্ছেন ইলন মাস্ক। ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার আত্মবিশ্বাস অর্জনের আগ পর্যন্ত তিনি এই সেবা ফিরিয়ে আনবেন না বলে ঘোষণা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি টুইটারকর্মীদের বলেন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ভিন্ন রঙের ভেরিফিকেশন চিহ্ন ব্যবহার করা হতে পারে। চলতি মাসে টুইটারকে লাভজনক করতে আট ডলারে টুইটারের ভেরিফিকেশন ব্যাজ বিক্রি শুরু করেন ইলন মাস্ক।

পরে ছদ্মবেশী অ্যাকাউন্টধারীরা টুইটার ব্লু কিনে ভুলভাল তথ্যের প্রচার শুরু করলে সেবাটি বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। এদিকে টুইটারের কর্মী বাড়ানোর কথাও জানিয়েছেন ইলন মাস্ক। যাঁরা সফটওয়্যার তৈরিতে পারদর্শী তাঁরাই টুইটারে চাকরি পাবেন। তিনি আরো বলেন, এখন আর কোনো কর্মী ছাঁটাই করা হবে না। তিন সপ্তাহ আগে টুইটারে কাজ করতেন সাত হাজার ৫০০ কর্মী। গণছাঁটাই ও গণপদত্যাগের পর টুইটারে এখন কাজ করছেন প্রায় দুই হাজার কর্মী। জনবল কমে যাওয়ায় যাচাই-বাছাই প্রক্রিয়ায় ছেদ পড়েছে। এতে টুইটারের কপিরাইট সিস্টেম নাজুক অবস্থায় চলে গেছে। টুইটারে জনবল কমে যাওয়ার সুযোগ নিয়ে বেশ কিছু ব্যবহারকারী পুরো সিনেমা ও টিভি অনুষ্ঠান আপলোড করছে। কপিরাইট ব্যবস্থা ভেঙে পড়ার অর্থ যেকোনো মুহূর্তে ভুক্তভোগী মিডিয়াপ্রতিষ্ঠান মামলা করতে পারে টুইটারের বিরুদ্ধে।      সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments