তারকাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। প্রিয় তারকার যে কোনো বিষয় জানতে তাদের ব্যাপক আগ্রহ। কীভাবে তিনি জীবন-যাপন করেন এ ব্যাপারেও রয়েছে আগ্রহ। নায়িকা শবনম বুবলীকে তাই শুরুতে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো, সিনেমা তো খুব চ্যালেঞ্জিং একটা পেশা। এই পেশায় অনেক পরিশ্রম করতে হয়। অনেক ধকল যায়। এতো কিছুর পর সৌন্দর্য্য ধরে রাখেন কীভাবে? রহস্যটা কী? উত্তরে এ নায়িকা বলেন, রহস্য বললে তো বলেই ফেললাম। এটা তো আসলে বলা যাবে না।তবে যেহেতু জানতে চাইলেন কিছুটা বলি। আসলে আমার কাছে মনে অভ্যন্তরের সৌন্দর্য্যটা খুব গুরুত্বপূর্ণ। যখন মানুষ মন থেকে ভালো থাকে। তখন সেটা বাইরেও ফুটে ওঠে। তাই প্রথমে মন ভালো রাখার চেষ্টা করি। তবে যেহেতু শোবিজ জগতে আছি, রক্ষণাবেক্ষণটাও দরকার। রক্ষণাবেক্ষণ বলতে যেমন, আমি ইয়োগা অনেক বছর ধরে করছি। প্রায় ৪০/৫০ টা আসন জানি। জিমেও যাই৷ তবে যন্ত্রপাতি একটু কমই ব্যবহার করি। আর পানি বেশি খাওয়ার চেষ্টা করি। আমার অনেক সিনেমা দেখা হয়৷ সিনেমা দেখলে মন ভালো হয়ে যায়। এবার কাজের প্রসঙ্গে আসি। সবশেষ ‘তালাশ’ সিনেমার শুটিং করেছেন। কেমন ছিল কাজের অভিজ্ঞতা? বুবলী বলেন, চমৎকার একটা গল্পের সিনেমা। ভালো অভিজ্ঞতা হয়েছে। সময়োপযোগী একটা গল্পের ছবি পাবে দর্শক। সৈকত নাসির ভাইয়া ভালো একজন নির্মাতা। ওনার পরিচালনা দ্বিতীয় সিনেমায় কাজের সৌভাগ্য হয়েছে। তার আগে ‘ক্যাসিনো’ করেছি। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার কী অবস্থা? বুবলী বলেন, সিকুয়েন্সের কাজ শেষ৷ এখন শুধু দুইটা গানের দৃশ্যধারণের কাজ বাকি। গান দুটির কাজও দ্রুতই হবে। নতুন সিনেমার খবর আছে? এ নায়িকা বলেন, কিছু নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। আশা করি খুব শিগগিরই জানাতে পারবো। দেশের অনেক শিল্পী আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছে। আপনার এরকম ইচ্ছে আছে? বুবলি বলেন, কেন নয়। অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চাই। সবকিছু ঠিকঠাক থাকলে কাজ করবো।