Thursday, November 30, 2023
spot_img
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার করা উচিত : এরদোগান

আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার করা উচিত : এরদোগান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। টানা দেড় মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১২ হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরাইলি এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) ইসরাইলি সরকারের বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এমনকি ইসরাইলি সরকারকে জবাবদিহি করার জন্য ‘প্রচুর প্রমাণ’ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের চলমান কর্মকাণ্ডে আবারো সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। শনিবার তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইল সরকারকে জবাবদিহি করার জন্য ‘প্রচুর প্রমাণ’ রয়েছে। জার্মানিতে একদিনের সফর শেষ করে তুরস্কে ফিরে এরদোগান বলেন, ‘আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইসরাইলি প্রশাসনের বিচারের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অপরাধের নিরপেক্ষ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আমাদের ক্ষমতায় থাকা সবকিছুই করব।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সম্পর্কে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘নেতানিয়াহু নিজেই একজন সর্বনাশগ্রস্ত ব্যক্তি। আমরা তার থেকে মুক্তি পেতে চলেছি। আশা করি, ইসরাইলও তাকে বিদায় করবে এবং এতে করে বিশ্বের সমস্ত ইহুদি তার থেকে মুক্তি পাবে। বর্তমানে, তার নিজের দেশের (ইসরাইলের) ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিক নেতানিয়াহুর বিরোধিতা করে।’
প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক গাজার নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘গাজার বাসিন্দাদের সাহায্য দিতে বাধা দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের খাদ্য ও পানি না দিয়ে অনাহারে রাখছে ইসরাইল। কিন্তু আমরা হাল ছাড়ব না।’

তিনি আরো বলেন, ‘প্রতিবন্ধকতা যাই থাকুক না কেন, আমরা গাজাকে বাঁচিয়ে রাখব। সমগ্র বিশ্ব, বিশেষ করে ইসলামিক দেশগুলোর উচিত সাহায্য প্রদানের জন্য ঐক্যবদ্ধ হওয়া।’

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের ঘোষণা :
তাছাড়া গাজায় যুদ্ধবিরতি হলে তুরস্ক ক্ষতিগ্রস্ত অবকাঠামো, হাসপাতাল ও স্কুল পুনর্র্নিমাণের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

শনিবার তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল ধ্বংস থেকে হওয়া ক্ষতি পোষাতে গাজাবাসীর জন্য সবকিছু করবে তুরস্ক।

বার্লিন সফর থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এরদোগান বলেন, ‘যদি একটি যুদ্ধবিরতি হয়, আমরা ইসরাইলের সৃষ্ট ধ্বংসের ক্ষতিপূরণের জন্য যা যা করা দরকার তা করব। জার্মানি সফরে দেশটির নেতাদের সাথে বৈঠক করেন এরদেগান। এরদোগান বলেন, ‘আমরা গাজার ক্ষতিগ্রস্থ অবকাঠামো পুনর্নির্মাণ এবং ধ্বংসপ্রাপ্ত স্কুল, হাসপাতাল, পানি ও জ্বালানি সুবিধাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করব।

সূত্র : আনাদোলু এজেন্সি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments