Tuesday, March 28, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAআনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস সম্পর্কিত ভারত-মার্কিন উদ্যোগ উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস সম্পর্কিত ভারত-মার্কিন উদ্যোগ উদ্বোধন

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি) সম্পর্কিত যুক্তরাষ্ট্র-ভারত উদ্যোগ উদ্বোধন করেছেন। খবর এএনআই। 

এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস লিখেছে- এবার লক্ষ্যকে বাস্তবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। অজিত দোভাল এবং জ্যাক সুলিভান আনুষ্ঠানিকভাবে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি) সম্পর্কিত যুক্তরাষ্ট্র-ভারত উদ্যোগের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জো বাইডেন ঘোষিত- প্রযুক্তি ক্ষেত্রে কৌশলগত, বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে- যুক্তরাষ্ট্র ও ভারত পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে একটি উন্মুক্ত এবং সুরক্ষিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করবে।

এর আগে গত ৩০ জানুয়ারি এক বৈঠকে মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রাইমোন্দো, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য জ্যেষ্ঠ মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত বিজনেস কাউন্সিল আয়োজিত গোলটেবিল বৈঠকে উভয় দেশের ৪০ জনেরও বেশি সিইও, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং চিন্তাবিদেরা উপস্থিত ছিলেন। এতে যুক্তরাষ্ট্র ও ভারত আইসিইটির অধীনে নানা সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments