Monday, May 29, 2023
spot_img
Homeসাহিত্যআনিস ফারদীনের পাঁচটি অণুকাব্য

আনিস ফারদীনের পাঁচটি অণুকাব্য

১.
কবিতায় তোকে আমি
পড়ি রোজ রোজ,
হৃদয়টা আজও চায়
তোর মনের খোঁজ।

২.
তুমি চেনো অতল গহ্বর
আমি চিনি আকাশ-
ধরছি বাজি তোমায় নিয়ে
হচ্ছি না আর হতাশ!

বিজ্ঞাপন

৩.
তুমি বদলে ফেলেছো দিকের হাওয়া
নাটাই টেনে সরিয়েছো আকাশের ঘুড়ি;
মন লুকিয়ে ফেলেছো জানি নির্দ্বিধায়
তোমার ইচ্ছেরা হয়ে উঠেছে ফুলঝুরি।

৪.
রোজ বিকেলের গল্পগুলোয়
তুই আছিস এখনো মিশে;
সহস্র চাওয়ার ইচ্ছে খাতায়
আর চাইবো তোকে কীসে?

৫.
আমার সব বিস্ময়ে তুমি আজও
সব হিসেবেও তাই;
আচ্ছাদনের এই জীবন-মাঝেও
তুমিময় পুরোটাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments