বাইরে সময় কাটানোর জন্য বের হয়েছিল সিঙ্গাপুরের একটি পরিবারের সদস্যরা। ইস্ট কোস্ট পার্কে তারা মাছ ধরার চেষ্টা করছিল। ওই সময় একটি বড়শি ওই পরিবারের একজন নারী সদস্যের পায়ে ঢুকে যায়।
এ ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফিডলি রোসিলি। তিনি বলেন, আমার ১০ বছর বয়সী বোনের পায়ে খুবই বাজেভাবে বড়শি ঢুকে গেছে। বড়ষি একদিক দিয়ে ঢুকে অন্যদিকে বের হয়ে গেছে। তিনি আরো বলেন, আমি মাছ ধরার সময় সে আশেপাশেই ঘুরছিল। হুট করে বড়শিতে পা পড়ে তার। দুর্ঘটনাবশত এটি তার পায়ে বিঁধে গেছে। ফিডলি জানিয়েছেন, বড়শি যেভাবে গেঁথে গেছে, তা খুলে দেওয়া ততটা সহজ নয়। এটি সরাতে হলে দক্ষ কারো সহায়তা প্রয়োজন।