Sunday, June 4, 2023
spot_img
Homeবিনোদনআত্মবিশ্বাসী দীঘি

আত্মবিশ্বাসী দীঘি

সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে চিত্রনায়িকা দীঘি প্রশংসায় ভাসছেন। এমন দর্শক সাড়া তিনি পাবেন কল্পনাও করেননি। দীঘি বলেন, সত্যি কথা বলতে কী ভাবিনি ‘শেষ চিঠি’ দর্শক এতটা ভালোভাবে গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাইরে কোথাও  বের হলেই সবাই তুলি চরিত্রের কথা বলছেন। ভীষণ ভালো লাগছে সবার এমন প্রতিক্রিয়ায়। ওটিটিতে এত কন্টেন্ট থাকে সেখানে একটা সাধারণ ভালোবাসার গল্প দেখবে আমি আসলে কখনই ভাবিনি। শুটিংয়ের সময় এতটুকুই মাথায় ছিল যাতে মানুষ আমাকে নতুনভাবে চিনতে শুরু করে। দীঘি বলেন, বাবা আমাকে টেক্সট করেছে এই সিনেমাটা দেখে। যেটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাবা সাধারণ কখনো টেক্সট করে না  কোনো কিছু দেখে।

দায়িত্ব আরও বেড়ে গেছে উল্লেখ করে দীঘি আরও বলেন, আসলে এখন দায়িত্বটা আরও বেড়ে গেল। দর্শকের অনেক চাওয়া পাওয়া আমার কাছে। অনেক বেশি প্রমাণ করা বাকি আছে। আমার আত্মবিশ্বাস বেড়েছে। সমালোচনা কারোরই ভালো লাগে না। যে ইতিবাচক সাড়া পেয়েছি  সেটা নিয়েই এগিেেয় যেতে চাই। সামনে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই সবাইকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments