আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : প্রতিকূল আবহাওয়ায় গত দুই নভেম্বর আটলান্টিক সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ওইদিন রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা গেছে ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী মার্টি স্মল তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী টম ফরকিন এর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এছাড়া তাঁর সমর্থিত কাউন্সিলর এট লারজ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী তিনজন প্রার্থীও বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। বিপুল ভোটে এগিয়ে থাকার সংবাদ নিশ্চিত হওয়ার পর মার্টি স্মল আটলান্টিক এভিনিউস্থ তাঁর নির্বাচনী সদর দপ্তরে আয়োজিত এক জনাকীর্ণ বিজয় সমাবেশে হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বিপুল ভোটে তাঁকে মেয়র পদে বিজয়ী করায় আটলান্টিক সিটির অধিবাসী, দলীয় নেতা-কর্মী, সমর্থক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আটলান্টিক সিটির উন্নয়নে সকলের সর্বাত্নক সহযোগিতা কামনা করেন।
মার্টি স্মল তাঁর নির্বাচনী কর্মকান্ডে তাঁকে সহযোগিতা করায় এবং মেয়র পদে নির্বাচিত করায় দক্ষিন এশীয় অভিবাসী ভোটার, কর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান। নির্বাচনী সদর দপ্তরে সমবেত দলীয় কর্মী সমর্থকরা এসময় হর্ষধ্বনি ও উল্লাস প্রকাশ করেন। নির্বাচনী সদর দপ্তরে বিজয় সমাবেশ শেষে মার্টি স্মল শোবোট ক্যাসিনোতে বিজয় উৎসবের আয়োজন করেন। সংগীতের মূর্ছনায় তাঁর সুহৃদ, কর্মী-সমর্থকরা আনন্দের আতিশয্যে নেচে গেয়ে তাদের নেতার বিজয় উদযাপন করেন। মার্টি স্মলও সপরিবারে সেই আনন্দযজ্ঞে শরীক হন।
মেয়র নির্বাচনে মার্টি স্মল বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব ফেরদৌস ইসলাম,জাহাংগির হোসেন ভূঁইয়া, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, গিয়াস উদ্দীন পাঠান, রতন ভট্টাচার্য, বিনোদ ভেলোর, রওশন উদদীন প্রমুখ।