Wednesday, March 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকআজ জাতির উদ্দেশে বিশেষ ভাষণে কী বার্তা দেবেন ইমরান খান?

আজ জাতির উদ্দেশে বিশেষ ভাষণে কী বার্তা দেবেন ইমরান খান?

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে।

পিটিআইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া টিমকে দলের চেয়ারম্যানের ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

এর আগে মঙ্গলবার রাজনৈতিক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পিটিআইয়ের নেতারা।

এতে ২১ এপ্রিল মিনার-ই-পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন জনসভার প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। দলীয় নেতাদের নিজস্ব বহর নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments