Sunday, June 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকআজ এডিনবার্গে পৌঁছাবে রানীর কফিন

আজ এডিনবার্গে পৌঁছাবে রানীর কফিন

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন আজ বালমোরাল ক্যাসেল থেকে বের করে আনা হবে। নিয়ে যাওয়া হবে এডিনবার্গে অবস্থিত প্যালেস অব হোলিরুডহাউজে। লন্ডনে তার শেষকৃত্যানুষ্ঠানের প্রথম ধাপ শুরু হবে এর মধ্য দিয়ে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, স্থানীয় সময় সকাল দশটার দিকে রানীর এই যাত্রা শুরু হবে বালমোরাল থেকে। সড়কপথে কমপক্ষে ১৭৫ মাইল পথ পাড়ি দিয়ে তা পৌঁছাবে এডিনবার্গে। এই রুটে পড়বে অ্যাবারডিন, ডান্ডি এবং পার্থ। পুরো জার্নিতে সময় লাগবে ৬ ঘন্টার মতো। এরপর কফিন আগামীকাল বিকেল পর্যন্ত রাখা হবে হলিরুডহাউজের থ্রোন রুমে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments