Monday, March 27, 2023
spot_img
Homeআন্তর্জাতিকআজভস্টাল স্টিল কারখানা নিয়ে যা বললেন আজভ যোদ্ধা

আজভস্টাল স্টিল কারখানা নিয়ে যা বললেন আজভ যোদ্ধা

ইউক্রেনের আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সোভিয়াতোস্লাভ পালোমার বলেছেন, আজভস্টাল স্টিল কারখানার স্থবিরতা বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে।

বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, যদি এটা না করা হতো, তাহলে সম্মুখ লড়াইটা আরও দীর্ঘ হতো।

কয়েকজন আহতদের কাছে পৌঁছানো কঠিন ছিল উল্লেখ করে পালোমার সবাইকে ওই কারখানা এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন। 

তিনি আরও বলেন, জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের কোনো বিশেষ যন্ত্রপাতি নেই। সৈন্যদের পক্ষে কেবল তাদের অস্ত্র দিয়ে টন ওজনের স্ল্যাব তোলা কঠিন।

এদিকে, স্টিল কারখানা ছাড়তে শুরু করেছে বেসামরিক মানুষ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরের ওই অংশটি এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিস্তীর্ণ শিল্প এলাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়ার পর এই প্রথম বেসামরিক মানুষের সেখান থেকে সরানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments