প্রয়াত অভিনেতা তাপস পাল। মুম্বই বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করেন। তাকে জুহুর হলিক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর ৩:৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন সাংসদের। ৬১ বছর বয়সে প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মুম্বই থেকে কলকাতায় আনা হচ্ছে অভিনেতার মৃতদেহ ৷ আগামিকাল রবীন্দ্রসদনে রাখা হবে অভিনেতার দেহ ৷ বুধবরাই কেওড়াতলায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা তাপস পালের ৷