আজ তিনি বলিউড বাদশা। ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা। তবে ক্যারিয়ারের শুরুতে অনেকটাই অচেনা-অজানা ছিলেন শাহরুখ খান। অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে বলিউডে নিজের সুবিশাল সাম্রাজ্য গড়েছেন কিং খান। তবে নিজের অভিনয় জীবনের শুরুর দিকে যে কয়জন মানুষকে তিনি শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন, তাদের মধ্যে অন্যতম হলেন পরিচালক কুন্দন শাহ।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান তার ৩০ বছরের ক্যারিয়ারের প্রথম দিকে যে আইকনিক হিট সিনেমাগুলো উপহার দিয়েছিলেন তার মধ্যে একটি হল ‘কাভি হা কাভি না।’ রবিবার (২৬ ফেব্রুয়ারি) সিনেমাটির ২৯ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে শাহরুখ খান সিনেমাটি থেকে তার আইকনিক চরিত্র সুনীলের একটি পুরনো ছবি শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারিয়ারের কিছু পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে হৃদয়স্পর্শী একটি নোটও লিখেছেন তিনি। সেই সঙ্গে স্মরণ করেছেন তার পরিচালক কুন্দন শাহকে।

নিজের নোটে শাহরুখ অতীতের স্মৃতি স্মরণ করে লিখেছেন, “সেই পর্যায়ে, সেই বয়সে, অপরিচিত, অনিয়ন্ত্রিত একজন- ভারতের সেরা কলাকুশলী ও পরিচালকদের দিয়ে ঘেরা। তার মাঝে একজন যাকে আমি প্রতিদিন মিস করি! যিনি আমাকে শিখিয়েছেন যে কখনও কখনও কিছু মুহূর্ত হারালেও বাকি সবকিছু জিতে নেওয়া যায়। আমি নিশ্চিত কোথাও না কোথাও সুনীলও তাই করেছে!”
‘কাভি হা কাভি না’ চলচ্চিত্রে শাহরুখ ‘সুনীল’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সেই সময় অচেনা-অজানা শাহরুখ নিজের ক্যারিয়ারের শুরু করলেও সিনেমাটির মাধ্যমে তুমুল দর্শকপ্রিয়তা পান তিনি। সিনেমাটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবেই দেখেন শাহরুখ ভক্তরা। শাহরুখের ‘সুনীল’কে রোমান্টিক কমেডিতে দারুণভাবে গ্রহণ করেছিলেন ভক্তরা। সিনেমাটির ২৯ বছর বছর পূর্ণ হওয়ায় ভক্তরা ‘কাভি হা কাভি না’ থেকে তাদের প্রিয় দৃশ্যগুলো শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার শাহরুখও নিজের প্রিয় চরিত্রটিকে স্মরণ করলেন ভক্তদের সাথে।
সম্প্রতি কিং খানের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাঠান’ রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। বিশ্বব্যাপী ১০০০ কোটি আয় করে নিয়েছে পাঠান। দীর্ঘ ৪ বছরেরও অধিক সময় পর পর্দায় ফিরেই বাজিমাত করেছেন শাহরুখ। সেই সঙ্গে এই বার্তাও দিয়ে দিলেন যে বলিউডে শাহরুখ ঝড় এখনো অনেক বাকি! শাহরুখ হারায়নি, শাহরুখ হারাবে না। বাদশাহের রাজত্ব এখনো যে বাকি!