Wednesday, July 17, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAআগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে রাজি সিনেটরদের একাংশ

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে রাজি সিনেটরদের একাংশ

আগ্নেয়াস্ত্র নিরাপত্তা-সংক্রান্ত সম্ভাব্য আইনের রূপরেখার বিষয়ে একমত হয়েছেন মার্কিন সিনেটরদের একটি অংশ।

এদের মধ্যে উভয় দলের সিনেটররা রয়েছেন। যুক্তরাষ্ট্রে একের পর এক নির্বিচারে গুলিতে হতাহত হওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে মার্কিন সিনেটের উভয় দলের সদস্যদের একটি অংশের মধ্যে এমন সমঝোতা হলো। খবর বিবিসির।

সমঝোতার অংশ হিসেবে ২১ বছরের কম বয়সি অস্ত্র ক্রেতাদের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ায় সিনেটরদের সমর্থন থাকবে।

অবৈধ অস্ত্র ক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়েও সিনেটরদের সমর্থন থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— প্রস্তাবটিতে ১০ রিপাবলিকান সিনেটরের সমর্থন আছে।

যার অর্থ, প্রস্তাবটি আইন হিসেবে পাস করার জন্য প্রয়োজনীয়সংখ্যক ভোট এখন রয়েছে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট সদস্য সংখ্যা ১০০ জন।

সিনেটে এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সংখ্যা সমান। সিনেটে কোনো আইন পাসে ৬০ ভোটের প্রয়োজন হয়।

উল্লেখ্য, চলতি মাসেই বড় বড় কয়েকটি বন্দুক হামলার পর নড়েচড়ে বসেছেন মার্কিনরা। গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত বিক্ষোভে নেমেছে গোটা দেশ।

ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়াসহ শনিবার দেশটির ৪৫ রাজ্যে প্রায় ৪৫০টি সমাবেশ হয়েছে। এসব পদযাত্রার সবকটিতেই ‘গুলিবিদ্ধ হওয়া থেকে মুক্তি চাই’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড চোখে পড়ে।

শিক্ষার্থীদের সংগঠন মার্চ ফর আওয়ার লাইভসের (এমএফওএল) নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ র‌্যালিতে যোগ দেন লাখ লাখ মার্কিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments