গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (২২ জানুয়ারি) তারা দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং আগামী মাসে বৈঠক করতে সম্মত হন।
ট্রুডোর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ পুনরায় আরম্ভ ও এগিয়ে নিতে এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যে আগামী মাসে সরাসরি সাক্ষাত করার ব্যাপারে সম্মত হয়েছেন জো বাইডেন ও জাস্টিন ট্রুডো।
আরও পড়ুন: বাইডেন ক্ষমতায়, আরও আগ্রাসী ইসরায়েল!
বুধবার (২০ জানুয়ারি) শপথগ্রহণের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরুর পর তার প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছিলেন, শুক্রবার থেকে বিদেশি নেতাদের ফোন করতে শুরু করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তার প্রথম ফোনটি পাবেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
পরে শুক্রবার টেলিফোনযোগে তাদের কথা হয়। ফোনালাপে কানাডার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি কিস্টোন পাইপলাইনের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।