Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাআগামী তিন বছরে সাকিব-তামিমদের নিয়ে যে প্রত্যাশা কোচের

আগামী তিন বছরে সাকিব-তামিমদের নিয়ে যে প্রত্যাশা কোচের

বাংলাদেশের তিন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই তিনজনকে সম্মাননা দেয় বিসিবি।

এর আগে ড্রেসিংরুমে সাকিবকে নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাকিব বাংলাদেশে খেলেছে। প্রায় পুরোটা সময়ই সে খেলেছে বিশ্বের অন্যতম সেরা সব বোলারদের বিপক্ষে। এই পরিস্থিতিতে ৭ হাজার রান করা সহজ নয়। গত ৫/৬ বছর ধরে যেভাবে সে পারফর্ম করছে কিংবা আমি আসার আগে থেকেই, বাংলাদেশে না হয়ে অন্য দেশের হয়ে খেললে তার রান ১০/১২ হাজার থাকতো। বিশেষ করে যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের হয়ে খেলতো।’

তামিমকে সংবর্ধনা দেওয়ার আগে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, ‘তামিম যখন ভালো খেলে, তখন দলও ভালো খেলে। ১৫ হাজার রানের জন্য তোমাকে অভিনন্দন। আমি যখন এখানে আবার ফিরে আসি, চেয়েছি একটা ব্যাপার নিশ্চিত করতে। তুমি (তামিম), সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ যে কয়দিন খেলো, সম্ভবত আর তিন বছর, তা যেন তোমাদের সেরা সময় হয়।’

বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু। এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইলফলক গড়া মোটেও সহজ ছিল না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments