ইউক্রেন যুদ্ধের ফলাফল নির্ধারণে আগামী ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বিল বার্নস। বৃহস্পতিবার তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি এই ভবিষ্যতবাণী করেন। তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসার জন্য মোটেই আগ্রহী নন। ফলে যুদ্দক্ষেত্রেই এই সংকটের সমাধান খুঁজতে হবে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়, বার্নস যুদ্ধের দুই রকম ফলাফলের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, হয় রাশিয়া ইউক্রেনের মধ্যে আরও বহুদূর এগিয়ে যাবে কিংবা সময় পরিবর্তন হয়ে ইউক্রেনের হাতে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হবে। ইউক্রেনের বিশাল সম্পদপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। এই এলাকা দেশটির মোট আয়তনের ২০ শতাংশেরও বেশি। তবে রাশিয়ার এই দখলকে ‘অবৈধ’ বলে দাবি করেন সিআইএ প্রধান।
তিনি আরও বলেন, পুতিন দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইউক্রেনকে মুচড়ে ফেলা কঠিন কিছু না এবং ভবিষ্যৎ তারই অনুকূলে। ইউরোপে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে কিংবা যুক্তরাষ্ট্র বিভ্রান্ত হয়ে পড়লে তার অভিযান সফল হতে সাহায্য করবে।
তবে বার্নস বিশ্বাস করেন, রাশিয়ার এই হিসেবে ভুল রয়েছে। গত নভেম্বর মাসে তুরস্কে রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিনের মুখোমুখি হয়েছিলেন বার্নস। সেখানে তিনি নারিশকিনকে সাবধান করে জানিয়েছেন, গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের মতো, রাশিয়ার এই হিসেবেও গড়মিল রয়েছে।