Wednesday, October 4, 2023
spot_img
Homeধর্মআখাউড়া দিয়ে দলে দলে আসছেন ভারতীয় মুসল্লি

আখাউড়া দিয়ে দলে দলে আসছেন ভারতীয় মুসল্লি

মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমায় যোগ দিতে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্বাঞ্চলের (পূর্বোত্তর ভারত) বিভিন্ন রাজ্যের বিপুলসংখ্যক মুসল্লি আসছেন আখাউড়া-আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন সীমান্ত পথে।

সোম ও মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ভারতীয় মেহমান ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন।

ভারতীয় মুসল্লিরা আখাউড়া স্থলবন্দর থেকে বাস কিংবা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন।

রাজধানীর নিকটবর্তী গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে ৫৬তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জড়ো হচ্ছেন মুসল্লিরা। শুক্রবার ফজর বাদ আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে প্রথম পর্বের এ বিশ্ব ইজতেমা।

১৫ জানুয়ারি রোববার ১ম পর্বের আখেরি মোনাজাত এবং মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে আগের দিন পর্যন্ত আরও বিদেশি মেহমান আসবেন বলে ভারতীয় মুসল্লিরা যুগান্তরের এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে অবস্থান করছেন। তারা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করবেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকেও স্থলবন্দর ইমিগ্রেশন এলাকায় বিদেশি মেহমানদের নাস্তা-পানি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। সোমবার সকাল থেকে স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আগত মুসল্লিদের এ সেবা দিয়ে যাচ্ছেন।

ইজতেমার সার্বিক কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে ইজতেমা ময়দানের তাবলিগ জামায়াতের মুরব্বি মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। ১২ জানুয়ারির মধ্যেই দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইজতেমা মাঠে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নেবেন।

তাবলিগ জামায়াতের এ মুরব্বি আরও জানান, বিশ্ব ইজতেমা সফল ও সুন্দরভাবে সম্পন্ন এবং দ্বীনের মেহনত কায়েমের লক্ষ্যে জোড়-ইজতেমায় যোগদানে আখাউড়া-আগরতলা এবং বেনাপোল স্থলবন্দর সীমান্তসহ বিভিন্ন সীমান্ত পথে দলে দলে ভারতীয় মুসল্লিরা বাংলাদেশে আসছেন।

ভারতের আসাম রাজ্যের লখিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মঙ্গলবার বাংলাদেশে আসা আসাম মুসল্লিদের আমির মাওলানা মোহাম্মদ নূরুল্লাহ, হাজী ইয়াকুব উসমান, মাওলানা মোসাদ্দেক হোসেন যুগান্তরকে বলেন, বাংলাদেশের ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশের আতিথেয়তায় সত্যিই আমরা মুগ্ধ। এ আপ্যায়ন ও সহযোগিতা আমাদের মনে থাকবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস যুগান্তরকে বলেন, হঠাৎ ইজতেমাগামী মুসল্লিদের আগমনে চাপ বেড়ে গেছে। তবে একটু বাড়তি চাপ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments