ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি’র ছেলেসহ দুই দিনে দুই স্কুল ছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত দুই স্কুল ছাত্র হলো, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নয়ন দে’র এর ছেলে আপন কুমার দে (১৩)। সে রাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্র। অপরদিকে মুক্তাগাছার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্র অমিত চন্দ্র দে (১৬)। সে উপজেরার টেইলার্স শ্রমিক ররুণ চন্দ্র দে’র ছেলে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ গ্রামের মায়ের সেলোয়ার কামিজ পড়ে আপন কুমার দে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। আপন কুমার দে’র বাবা নয়ন দে বলেন, ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে আপন। ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিল না । এর আগে সোমবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার মুজাটি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানে ঝুলে আত্নহত্যা করে অমিত চন্দ্র দে। এ সময় বাড়ির অন্যান্য সদস্যরা ছাপ্পান্ন প্রহর মাঠে কীর্ত্তনের অনুষ্ঠানে ছিলেন ।
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে। সোমবার নিহত অমিত চন্দ্র দে’র মরদেহের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করার পর তার দাহ কার্য সম্পন্য হয়েছে। তিনি আরও বলেন, আপন চন্দ্র দে’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে,কি কারণে দুই স্কুল ছাত্র আত্মহত্যাকরেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।