বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারে এখন বসন্ত এসেছে। খারাপ সময় কাটিয়ে ঝলসে উঠেছেন তিনি। ইদানিং বল হাতেও তাকে অবদান রাখতে দেখা যাচ্ছে। এবার শান্তর নাম উঠে গেল আইসিসি মে মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত তিনজনের সংক্ষিপ্ত তালিকায়।
আজ মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় বাকি দুজন হলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি টেক্টর।
মে মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৯৬ রানের পাশাপাশি ১টি উইকেট নেন শান্ত।বৃষ্টিতে পণ্ড হওয়া প্রথম ম্যাচে করেন ৪৪ রান। দ্বিতীয় ম্যাচেই হাঁকান বিধ্বংসী সেঞ্চুরি।
৮৩ বলে তিন অংকে যাওয়ার পর শেষ পর্যন্ত ৯৩ বলে ১১৭ রান করেছিলেন শান্ত। ইনিংসে ছিল ৩টি ছক্কা এবং ১২টি চার। শেষ ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে মহাগুরুত্বপূর্ণ সময়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নেন। বাংলাদেশের সিরিজ জয়ে শান্ত হন সিরিজ সেরা।
অন্যদিকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫৫.২০ গড়ে ২৭৬ রান করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যাতে ছিল একটি সেঞ্চুরি এবং ২টি ফিফটি। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। এছাড়া আয়ারল্যান্ডের হ্যরি টেক্টর বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন। যাতে ছিল ৭টি চার এবং ১০টি ছক্কা।উল্লেখ্য, বাংলাদেশ থেকে এর আগে মাসের সেরা হয়েছেন সাকিব আল হাসান (২ বার) এবং মুশফিকুর রহিম (১ বার)।