Monday, March 20, 2023
spot_img
Homeখেলাধুলাআইসিসির সদস্যপদ হারানোর শঙ্কায় আফগানিস্তান

আইসিসির সদস্যপদ হারানোর শঙ্কায় আফগানিস্তান

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে নারী ক্রিকেট নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্যপদ হারানোর শঙ্কায় পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 

চলতি মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ইএসপিএন ক্রিকইনফো থেকে পাওয়া খবর অনুযায়ী, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা আফগানিস্তানের সদস্যপদ কেড়ে না নেওয়ার জন্য আইসিসির কাছে জানাবেন বলে শোনা যাচ্ছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পরিস্থিতি বিবেচনা করে সদস্যপদ কেড়ে না নেওয়ার কথা জানাবে। 

আইসিসি বোর্ডের সদস্য এবং ওয়ার্কিং গ্রুপের সদস্য রস ম্যাককলাম ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, যে আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাপ, আফগান বোর্ডের সদস্যরা দেশের নারী ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। নারীদের ক্রিকেট খেলতে বাধ্য দেওয়া গুরুতর অপরাধ। 

২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করে আফগানিস্তান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments