আইফোনে দেখা মিলতে পারে ইউএসবি-সি পোর্টের—এমনটাই জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কু। তবে ২০২৩ সালের আগে আইফোন থেকে লাইটেনিং পোর্ট বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অ্যাপলের। সব ঠিক থাকলে আইফোন ১৫ মডেলে দেখা মিলতে পারে ইউএসবি-সি পোর্টের।
অনেক দিন ধরেই অ্যাপল ডিভাইসে ইউএসবি-সি পোর্টের ব্যবহার নিয়ে চলছিল কানাঘুষা।
এরই মধ্যে আইপ্যাডে ইউএসবি-সি পোর্টের ব্যবহার শুরু হয়েছে।
ই-বর্জ্যের পরিমাণ কমাতে দীর্ঘদিন ধরেই সব ডিভাইসে এক ধরনের চার্জার ব্যবহার করতে চাপ দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি মাসেই এ বিষয়ে ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।
ফলে অ্যাপলকে হয় ইউরোপে ডিভাইস সরবরাহ করতে হলে বিশেষভাবে ইউএসবি-সি পোর্ট রাখতে হবে, নয়তো পুরোপুরিভাবে লাইটেনিং পোর্ট বাদ দিতে হবে। ইউএসবি-সি পোর্টের সুবিধা হলো এতে ডিভাইস দ্রুত চার্জ হয়, ডেটা ট্রান্সফারও করা যায় ঝামেলাহীনভাবে। তবে ইউএসবি-সি পোর্টসংবলিত চার্জারের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে অ্যাপল ব্যবহারকারীদের। সূত্র : ম্যাকরিউমারস