Thursday, June 8, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআইফোন ১৪ আসছে ৭ সেপ্টেম্বর

আইফোন ১৪ আসছে ৭ সেপ্টেম্বর

আর মাত্র তিন সপ্তাহ পরেই দেখা মিলবে বহুপ্রতীক্ষিত আইফোনের। প্রযুক্তিবিষয়ক মার্কিন ব্লগার ইভান ব্লাস জানিয়েছেন, এবার একবারে আইফোন ১৪সহ ছয়টি ডিভাইস আনতে যাচ্ছে অ্যাপল। হার্ডওয়্যার পণ্যগুলো হলো আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইপ্যাড ১০.২ (দশম প্রজন্ম), আইপ্যাড প্রো ১২.৯ (ষষ্ঠ প্রজন্ম) ও আইপ্যাড প্রো ১১ (চতুর্থ প্রজন্ম)। তবে আইফোন ১৪ ম্যাক্স নামের কোনো ডিভাইস আসবে কি না সে বিষয়ে কিছু জানাননি তিনি।

৭ সেপ্টেম্বর এক অনলাইন ইভেন্টে পণ্যগুলো বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আর বাজারে এগুলোর বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে।

তিনি আরো জানান, আগামী মাসের জন্য সাতটি ডিভাইসই মজুদ করছেন অ্যাপলের এশীয় অংশীদাররা। তাঁরা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ডিভাইস বিক্রি থেকে অ্যাপলের যত আয় হয় তার অর্ধেকই আসে আইফোন বিক্রি থেকে।

           সূত্র : গ্যাজেটস ৩৬০

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments