Tuesday, March 28, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআইফোনের ফিল আনুন অ্যানড্রয়েডে

আইফোনের ফিল আনুন অ্যানড্রয়েডে

চাইলেই তো আপনার অ্যানড্রয়েড ফোনকে আইফোন বানিয়ে ফেলতে পারবেন না। তবে আইফোনের ‘ফিল’ পেতে বদলে নিতে পারেন ফোনের সুরত। আর এ জন্য গুগল প্লে স্টোর থেকে নামাতে হবে থার্ড পার্টি লঞ্চারস, আইকন প্যাকস ও থিমস।

আইফোন লঞ্চার

লঞ্চার আইওএস ১৬ ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর থেকে। এটি ইনস্টলের মাধ্যমে ফোনের আইকন, উইজেট ও লেআউট রি-অ্যারেঞ্জ করা যাবে। তবে হ্যাঁ, থার্ড পার্টি অ্যাপ লঞ্চারকে ডিফল্ট হোমস্ক্রিন অ্যাপ বানাতে হবে। নয়তো ঠিকভাবে কাজ করবে না।

ডাউনলোড থিম ও আইকন প্যাক

ইউজার ইন্টারফেস বা ইউআইএ পরিবর্তন আনতে চাইলে থিম, আইকন প্যাক ও ওয়ালপেপার ডাউনলোড করতে পারেন। তবে ডার্ক স্ক্রিন ব্যবহার করলে এই পরিবর্তনগুলো চোখে পড়বে না।

গুগল প্লে স্টোর থেকেই আইফোন থিম, আইকন প্যাক ও ওয়ালপেপার করতে পারেন।

একই রকম অ্যাপ

অ্যাপল খুব কঠোরভাবে ইকোসিস্টেমের নিরাপত্তা মেনে চলে। তাই বৈধভাবে খুব বেশি অ্যাপল অ্যাপ ইনস্টলের সুযোগ নেই। চাইলে আইমেসেজের মতো অ্যাপের বদলে এয়ার মেসেজ ব্যবহার করতে পারেন। এতে আইমেসেজের অনেক ফিচারই পাবেন।

অ্যাসিস্টিভ টাচ অ্যাপস

অ্যানড্রয়েড ফোনেও অ্যাসিস্টিভ টাচ অ্যাপস ব্যবহার করা যায়। অ্যাসিস্টিভ টাচ অ্যাপটি ব্যবহারের মাধ্যমে এক জায়গা থেকেই লক স্ক্রিন, সেটিং, ফেভারিট, ক্লিন ও হোম স্ক্রিনে যাওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া হাতের নাগালেই থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ, লক রোটেশন, ভলিউম, সাউন্ড, ফ্ল্যাশ লাইট ও লোকেশনে যাওয়ার সুবিধা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments