Saturday, July 27, 2024
spot_img
Homeবিনোদনআইফায় সেরা অভিনেতা ভিকি, অভিনেত্রী কৃতি

আইফায় সেরা অভিনেতা ভিকি, অভিনেত্রী কৃতি

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। শনিবার (৪ জুন) সংযুক্ত আরব আমিরাতে বসেছিল এবারের ২২তম আসর। অনুষ্ঠানে ‘সর্দার উধম’ সিনেমার জন্য ভিকি কৌশল জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। অন্যদিকে ‘মিমি’ সিনেমার জন্য কৃতি স্যাননের হাতে উঠেছে সেরা অভিনেত্রীর ট্রফি। জাকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলী খান, নোরা ফাতেহি, শহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, তামান্না ভাটিয়া, ববি দেওল, গওহর খান, নার্গিস ফাখরি, উর্বশী রাউতেলা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সালমান খান, রিতেশ দেশমুখ, মনীষ পল।যারা পেলেন আইফা

পুরস্কার:
সেরা অভিনেতা: ভিকি কৌশল (সর্দার উধম)
সেরা অভিনেত্রী: কৃতি স্যানন (মিমি)
সেরা সিনেমা: শেরশাহ
সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)
সেরা প্লেব্যাক গায়ক: জুবিন নওটিয়াল (রাতা লাম্বিয়া)
সেরা প্লেব্যাক গায়িকা: আজিজ কৌর (রাতা লাম্বিয়া)
সেরা লিরিক্স: কৌসর মুনির (লেহরে দো, ৮৩)
সেরা সংগীত পরিচালক: এ আর রহমান, শেরশাহ সিনেমার সংগীত পরিচালক তানিস্ক বাগচি, জ্যাসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মন্ত্রোস, বি প্রাক, জানি
সেরা নবাগত অভিনেতা: আহান শেঠি (তাড়প)
সেরা নবাগত অভিনেত্রী: শর্বরী ওয়াঘ (বান্টি আউর বাবলি ২)
সেরা গল্প অরিজিন্যাল: অনুরাগ বসু (লুডো)
সেরা গল্প: ৮৩
সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো)
সেরা সহ-অভিনেত্রী: সাই তামহাঙ্কর (মিমি)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments