Friday, September 29, 2023
spot_img
Homeখেলাধুলাআইপিএলের ইতিহাসে প্রথম ‘রিটায়ার্ড আউট’ অশ্বিন

আইপিএলের ইতিহাসে প্রথম ‘রিটায়ার্ড আউট’ অশ্বিন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়েন্টস মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়। আর এ ম্যাচেই প্রথমবার ঐতিহাসিক রিটায়ার্ড আউট হলেন রবিচন্দন অশ্বিন।

রোববার টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান। ৬ নম্বরে ব্যাট করতে নামেন অশ্বিন। ৪০ মিনিট ক্রিজে থেকে জোড়া ছক্কা হাঁকিয়ে ২৩ বলে ২৮ রান করে রিটায়ার্ড আউট হন। 

আইপিএলে তিনিই প্রথম এমনভাবে আউট হলেন। রিটায়ার্ড হার্ট অর্থাৎ আহত হয়ে প্যাভিলিয়নে যেতে পারলেই ব্যাটার ফের ব্যাট করতে পারেন। কিন্তু যখন কোনো দল রিটায়ার্ড আউট কৌশল প্রয়োগ করে, তখন সেই ব্যাটার আর পরে ব্যাট করতে আসতে পারেন না। 

এ দিন রয়্যালসের ইনিংসের ১৮ ওভার ২ বল হওয়ার পর অশ্বিনকে সাজঘরে ডেকে নেওয়া হয়। শেষের বাকি ওভারে দ্রুত রান তোলার জন্য সঞ্জু স্যামসনরা ভরসা রাখেন রিয়ান পরাগকে। তাই অশ্বিনকে তুলে নেওয়া হয়। কিন্তু রিয়ান পরাগ মাত্র ৪ বল খেলে করেন ৮ রান। 

অশ্বিনকে যে তুলে নেওয়া হবে সে ব্যাপারে বিন্দুমাত্র জানতেন না অপর প্রান্তে থাকা শিমরন হেটমায়ার। অশ্বিনের সঙ্গে পঞ্চম উইকেটে স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করা হেটমায়ার সে কথা নিজেই পরে জানান। 


অশ্বিন এদিন বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে রিটায়ার্ড আউট হলেন। 

এর আগে পাকিস্তানের শহিদ আফ্রিদি, ভুটানের সোনাম টোবগে এবং বাংলাদেশের সানজামুল ইসলামকে এভাবেই অপরাজিত থেকে ফিরে আসতে হয়েছিল সাজঘরে। 

রাজস্থানের এ কৌশলের ভূয়সী প্রশংসা করেছেন বাইশ গজের সাবেক ক্রিকেট বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments