এখনো আইফোন ১৫ সিরিজই আসেনি। এরই মধ্যে খবর বেরিয়েছে, ২০২৪ সালের আইফোন ১৬ সিরিজে নিজেদের তৈরি মডেম ব্যবহার করবে অ্যাপল। এত দিন কোয়ালকমের মডেম ব্যবহার করেছে অ্যাপল। কিন্তু আইফোন ১৬ সিরিজের মডেমের জন্য কোয়ালকমের সঙ্গে অ্যাপল কোনো আলোচনা করেনি। এ কথা জানিয়েছেন কোয়ালকমের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ানো অ্যামন। এ থেকেই ধারণা করা হচ্ছে, মডেম তৈরির দায়িত্ব নিজেই নেবে অ্যাপল।
সূত্র : নাইনটুফাইভ ম্যাক