অ্যানড্রয়েড ও আইফোনের মধ্যে চ্যাট হিস্ট্রি আদান-প্রদানের ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। আপাতত ফিচারটি বেটা সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারটি সবার কাছে পৌঁছে যাবে। ফিচারটি সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়েছেন মার্ক জাকারবার্গ।
সেখানে তিনি জানান, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি অ্যানড্রয়েড ও আইফোনের মধ্যে আদান-প্রদান করার সুবিধা আনতে যাচ্ছে মেটা। ফটো, ভিডিও, ভয়েস মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাসহই এই আদান-প্রদান সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরেই এমন একটি ফিচার আনতে অনুরোধ জানিয়ে আসছিল ব্যবহারকারীরা।
এই ফিচার শুধু নতুন ফোন বা আইফোনের ফ্যাক্টরি রিসেটের সময় কাজ করবে। আইফোন সেটআপের সময় ‘মুভ ডেটা ফ্রম অ্যানড্রয়েড’ অপশনে ক্লিক করতে হবে। এতে অ্যানড্রয়েডে থাকা চ্যাট হিস্ট্রি চলে আসবে। চ্যাট হিস্ট্রি আদান-প্রদানের জন্য অ্যানড্রয়েড ৫ সংস্করণ বা তার পরবর্তী সংস্করণ চালিত ফোনের প্রয়োজন হবে। আইওএস সংস্করণ অন্তত ১৫.৫ হতে হবে। গত বছর আইফোন থেকে অ্যানড্রয়েডে চ্যাট হিস্ট্রি পাঠানোর সুবিধা যুক্ত করা হয়। সূত্র : দ্য ভার্জ