Sunday, March 26, 2023
spot_img
Homeখেলাধুলাঅস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি

অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেন ভেট্টোরি

নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ম্যাকডোনাল্ডের সহকারী হিসেবে সাবেক কিউই অলরাউন্ডার ভেট্টোরির পাশাপাশি নিয়োগ পেয়েছেন সাবেক অজি উইকেটকিপার ব্যাটার আন্দ্রে বোরোভেচ। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে এই দুই সহকারী কোচের চুক্তি ১৮ মাসের। আগামী জুনে অজিদের শ্রীলংকা সফরের দুইটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে দিয়ে ভেট্টোরিদের নতুন অধ্যায়ের সূচনা হবে। 

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের বিশ্বকাপেও অজি ড্রেসিংরুমের অংশ থাকবেন ভেট্টরি-বোরোভেচ। 

সফল ক্রিকেট ক্যারিয়ার শেষ করে কোচিং পেশায় সম্পৃক্ত হওয়া ভেট্টোরি কাজ করেছেন বাংলাদেশেও, ছিলেন টাইগারদের স্পিন পরামর্শক। 

এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সিপিএলে বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, ভাইট্যালিটি ব্ল্যাস্টে মিডলসেক্সের মতো দলগুলোর কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভেট্টোরির।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচের দায়িত্ব পালনের সময় বর্তমান অজি প্রধান কোচ ম্যাকডোনাল্ড ছিলেন ভেট্টোরির সহকারী। সেখান থেকে এই কিউই কিংবদন্তির ক্রিকেট দর্শনে মুগ্ধতা ম্যাকডোনাল্ডের। ধারণা করা হচ্ছে, অজি হেড কোচের পরামর্শেই নিয়োগ পেয়েছেন ভেট্টোরি।

ভেট্টোরি প্রসঙ্গে অজি প্রধান কোচ বলেন, আমি আগেও ড্যানিয়েলের সাথে কাজ করেছি। তার দৃষ্টিভঙ্গি, কাজের ধরন সম্পর্কে খুব বেশি বলার নেই। তার অভিজ্ঞতা ও ভারসাম্য বজায় রেখে চলার গুণগুলো আমার খুব ভালোভাবে মনে আছে। সে অসাধারণ। আশা করি, তার দুর্দান্ত ক্রিকেট জ্ঞান দিয়ে দলকে আরও সমৃদ্ধ করবেন।

অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যুক্ত হওয়ার পর ভেট্টোরি বলেন, এ দলটি বেশ শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আগামীতে সফল ও ফলপ্রসূ সময় কাটানোর সব সামর্থ্য আছে এই দলের। পাকিস্তানে তারা যেভাবে খেলেছে সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। যেভাবে তারা প্রস্তুতি নিয়েছে, পরিকল্পনা সাজিয়েছেন এবং মাঠে সেই পরিকল্পনার বাস্তবায়ন করেছে- সেটা সত্যিই দুর্দান্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments