Wednesday, March 22, 2023
spot_img
Homeবিনোদনঅস্কারে ইতিহাস গড়লেন মিশেল

অস্কারে ইতিহাস গড়লেন মিশেল

এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অস্কার পেলেন মিশেন ইয়েয়োহ। সেরা অভিনেত্রী বিভাগে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই সম্মাননা লাভ করলেন তিনি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়াল টুইটারে বলা হয়েছে, এশিয়ার প্রথম নারী হিসেবে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার পেলেন মিশেল। এর মাধ্যমে ইতিহাস তৈরি করলেন তিনি। তার জন্য আমাদের ভালোবাসা। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা। 

পুরস্কার গ্রহণের পর মালয়েশিয়ান নাগরিক মিশেল  বলেন, আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদেরকে এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।

এ সময় ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানান মিশেল।

তার মা মালয়েশিয়ায় বসে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখেন। ‘এভরিথিং এভরিহোয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মিশেল। সমালোচকদের বিচারেও এগিয়ে ছিলেন তিনি। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ‘টার’ সিনেমার কেট ব্লাচেট, আনা ডে আরমাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments