সম্প্রতি জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে অনুষ্ঠিত হয়েছে অস্কারের ৯৫তম আসর। গেল বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো অস্কারের শিরোপা জিতেছে। তবে এ বিষয়ে অস্কারে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন নীল ছবির নায়িকা মেটল্যান্ড ওয়ার্ড। অভিনেত্রী বলেন, বিচারকদের বিচারে যেসব ছবি অস্কারের শিরোপা জিতেছে, সেগুলোর অধিকাংশই খুবই পুরনো ধাঁচের। সেইসঙ্গে সিনেমাপ্রেমীদের সঙ্গে ছবিগুলোর সংযোগই নেই।