চেন্নাই সুপার কিংসে ১৩ জনের করোনা পজিটিভ হবার খবরে অস্থিরতা বিরাজ করে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ভেতর। এর ভেতর পারিবারিক কারণে দল ছাড়েন চেন্নাইয়ের অন্যতম ব্যাটসম্যান সুরেষ রায়না। রায়নার দল ছাড়ার সপ্তাহ না পেরুতে দল ছেড়েছেন লাসিথ মালিঙ্গা। দুজনই আইপিএলে সেরা। রায়না ব্যাট হাতে এখন সব আসর মিলে করেছেন ৫ হাজার ৩৬৮ রান। যা আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান। মালিঙ্গার রয়েছে সর্বোচ্চ ১৭০ উইকেট।তবে দুজনেরই আইপিএল ছাড়ার কারণ পারিবারিক। লাসিথ মালিঙ্গা তার অসুস্থ বাবার পাশে থাকতেই মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষকে জানিয়েছেন, গোটা আসরে খেলতে পারবেন না তিনি।মালিঙ্গা জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তার অসুস্থ বাবার শরীরে অস্ত্রোপচার হবে। তাই বাবার পাশে থাকতেই এমন সিদ্ধান্ত।মালিঙ্গার দল ছাড়ার পর মুম্বাই কর্তৃপক্ষ দলে নিয়েছে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিসন। এরিমধ্যে দলটি টুইট করেছে, ‘সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে জেমস প্যাটিসন উপযুক্ত বোলার। আমাদের পেস আক্রমণে বাড়তি প্রাপ্তি হবেন তিনি।’গতবার চ্যাম্পিয়ন হওয়াতেও মালিঙ্গার অবদান ছিল অনেক। ফাইনালে চেন্নাই সুপার কিংসের সামনেও ছিল শিরোপা জয়ের সুযোগ তবে শেষ ওভারে মালিঙ্গার বোলিংয়ে দিশেহারা হয়ে হাতছাড়া করতে হয় ট্রফি।মালিঙ্গার এই অবদান উল্লেখ করে দলটির মালিক আম্বানি লিখেছেন, ‘লাসিথ একজন কিংবদন্তি ক্রিকেটার শুধু নয়, সে দলের অনেক বড় শক্তিও। আমরা এই মৌসুমে তার অভাব ভালোমতোই টের পাব। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কায় তার পরিবারের কাছে থাকা প্রয়োজন মালিঙ্গার।’