বাদৈর সম্প্রীতি ফোরাম
গরিব ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ‘বাদৈর সম্প্রীতি ফোরাম’। ২০২০ সালে যখন করোনা মহামারি রোধে লকডাউন দেওয়া হয় এবং খেটে খাওয়া দিনমজুররা সীমাহীন সংকটে পড়ে যায়, তখন বাদৈর গ্রামের কিছু যুবক সেসব অসহায় মানুষের সহযোগিতার লক্ষ্যে ‘বাদৈর সম্প্রীতি ফোরাম’ প্রতিষ্ঠা করে, যা সম্পূর্ণ সমাজসেবামূলক, অলাভজনক ও অরাজনৈতিক একটি সংগঠন। গ্রামের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন এবং অতিদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টার পাশাপাশি মানুষের চিকিৎসা, খাদ্য বা শিক্ষাসেবা গ্রহণে সহযোগিতা করে যাচ্ছে বাদৈর সম্প্রীতি ফোরাম।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ৪ মে বাদৈর সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এক পুনর্মিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাদৈর সম্প্রীতি ফোরামের পক্ষ থেকে সদস্যদের আর্থিক সহযোগিতায় গ্রামের ছয়টি অতিদরিদ্র পরিবারকে প্রায় এক লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়া নতুন চাকরি পাওয়া ৩০ জন সরকারি চাকরিজীবী ও মেডিক্যালে সুযোগ পাওয়া চারজনকে সংবর্ধনা দেওয়া হয়।
বাদৈর সম্প্রীতি ফোরামের আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সামসুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী সেলিম মিঞা, নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, বাদৈর স্কুলের শিক্ষক ও কসবা উপজেলা স্কাউটের সম্পাদক নজরুল ইসলাম জাহাঙ্গীর, নিবড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।