Sunday, December 10, 2023
spot_img
Homeবিনোদনঅভিনয়ে আরও পরিণত পড়শী

অভিনয়ে আরও পরিণত পড়শী

সাবরিনা পড়শী। গায়িকা হিসেবেই তার পরিচিতি। সংগীতশিল্পী হিসেবে এরইমধ্যে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। নতুন গানের বাইরে স্টেজেও জনপ্রিয় তিনি। গানের বাইরে এর আগে শাকিব খানের বিপরীতে ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। করেছেন বিজ্ঞাপনের কাজও। এদিকে গত রোজার ঈদে একটি নাটকে অভিনয় করে সবাইকে চমকে দেন এ তারকা। ‘মারিয়া ওয়ান পিস’ নামক সেই নাটকের নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সাজিন আহমেদ বাবু পরিচালিত এ নাটকে পড়শী অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে। নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

তারই ধারাবাহিকতায় এবার ঈদে মাহমুদ মাহিনের ‘সাদী মোবারক’ নাটকে অভিনয় করেন পড়শী। এখানে তার নায়ক চলতি সময়ের মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান। বিয়ে, রোমান্স, ইমোশন, কষ্ট, প্রাপ্তি, অপ্রাপ্তি- এসবই ফুটে উঠেছে এ নাটকের গল্পে। সদ্য বিবাহিত দম্পতি ফারহান ও পড়শী। তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। একজন আরেকজনের মাঝে ডুবে থাকেন যেন। আর সেই ধারাবাহিকতায় তারা সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বাস্তবতা ধরা দেয় ভিন্নভাবে। চিকিৎসক জানিয়ে দেন পড়শী মা হতে পারবেন না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও সালিশ বসে। ভালোবাসার সংসারে নেমে আসে কষ্ট। আর সেই কষ্টকে জয় করেন ফারহান-পড়শী। তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন ঘর ছেড়ে চলে যাওয়ার। ফারহান তো বটেই, পড়শী এমন একটি চরিত্রে বেশ ম্যাচিউরড অভিনয় করেছেন। অভিনেত্রী হিসেবে আরও অনেক পরিণত মনে হয়েছে তাকে। অভিনয়, অভিব্যক্তি, চরিত্রের সঙ্গে মিশে যাওয়া- পড়শীকে প্রশংসায় ভাসাচ্ছে। এ কারণে নাটকটিও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে একদিনে এক মিলিয়ন ভিউ অতিক্রম করে নাটকটি। পড়শী বলেন, নাটকটি নিয়ে প্রত্যাশা তো ছিলই। কিন্তু এতটা সাড়া পাবো ভাবিনি। আমি সত্যি বলতে দর্শকদের ভালোবাসায় আপ্লুত। সামনে চ্যালেঞ্জিং চরিত্রে এভাবেই কাজ করতে চাই যদি ব্যাটে-বলে সব মিলে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments