Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদনঅভিনেত্রীর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ৪

অভিনেত্রীর খণ্ডিত লাশ উদ্ধার, স্বামীসহ গ্রেফতার ৪

হংকংয়ের জনপ্রিয় মডেল অ্যাবি চোইয়ে গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে এক সপ্তাহ পর সোমবার হংকংয়ের একটি গ্রামের বাড়ি থেকে খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) অভিনেত্রীর নিখোঁজ হওয়ার খবর জানতে পারে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) নৌকায় করে শহর ছেড়ে যাওয়ার সময় মডেলের সাবেক স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।  আর অভিযুক্তকে গ্রেফতারের একদিন আগেই পুলিশ তার মা-বাবা ও বড় ভাইকে গ্রেফতার করে। 

অভিনেত্রীর দেহাবশেষ লুং মেই গ্রামের একটি বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। সবশেষ চোইকে মঙ্গলবার কাউলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে একটি বাড়িতে দেহাবশেষ মিলল তার।

পুলিশ সুপার অ্যালান চুং চীনা গণমাধ্যমকে জানিয়েছেন, মডেল ও তার সাবেক স্বামীর পরিবারের মধ্যে আর্থিক বিরোধ ছিল। সেই কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। 

এদিকে পুলিশ ওই বাড়িতে এখনো অভিনেত্রীর শরীরের সব খণ্ডিত অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে মাংসের টুকরো, বৈদ্যুতিক করাত ও মামলায় সংশ্লিষ্ট সন্দেহজনক জিনিসগুলো জব্দ করেছে।

এই অভিনেত্রী চোই কোরিয়ান ‘মোর দ্যান ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments