Sunday, June 4, 2023
spot_img
Homeবিনোদনঅভিনেতা সাগর হুদা আর নেই

অভিনেতা সাগর হুদা আর নেই

ছোট পর্দার গুণী অভিনেতা সাগর হুদা মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। জানা গেছে, গতকাল মঙ্গলবার স্ট্রোক করেছিলেন তিনি। একদিন পরেই তার মৃত্যু হলো। বান্নাহ ফেসবুকে লিখেছেন, সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন! আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুকফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন, আমিও আসছি ভাই। সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments