Wednesday, February 8, 2023
spot_img
Homeবিনোদনঅবিকল আলিয়া!

অবিকল আলিয়া!

পরনে সাদা টপ আর কালো রঙা স্কার্ট, মুখের ডিম্পল থেকে চুলের স্টাইল- সবই মিলে যাচ্ছে। কিন্তু না, এই তরুণী আলিয়া ভাট নন, নাম সেলেস্টি বৈরাগী। কিন্তু তাকে দেখে হতবাক আলিয়া ভক্তরাও। নায়িকার মুখের সঙ্গে হুবহু মিল রয়েছে সেলেস্টির। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন লুক-অ্যালাইক খুঁজে বার করা একটু সহজ হয়ে গিয়েছে। কিন্তু অসমের এই কন্যা সত্যি আলিয়ার হামশকল। তার নামটিও একদম হটকে, সেলেস্টি। ইতালীয় এই নামের অর্থ স্বর্গীয়।সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেলেস্টি। তার ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়। আলিয়ার মতো দেখতে হওয়ার খবর ছড়াতেই বিদ্যুত গতিতে বাড়ছে তার অনুরাগীর সংখ্যা। বিশ্বে এক রকম চেহারার মানুষ চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তাদের প্রিয় তারকার মতো দেখতে কারোর খোঁজ পেলে উত্তেজিত হয়ে যান নেটিজেনরা। আপতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কন্যা। আসলে শুধু মুখের মিল নয়, সেলেস্টির হাসিও পুরো আলিয়ার মতো। সেই নিয়েই এখন মেতে নেটপাড়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments