Sunday, October 1, 2023
spot_img
Homeখেলাধুলাঅবশেষে ঢাকায় আসবে আর্জেন্টিনা দল

অবশেষে ঢাকায় আসবে আর্জেন্টিনা দল

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিতে ঢাকায় আসতে যাচ্ছে আর্জেন্টিনা দল। গত বছরের মার্চে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেই আর্জেন্টিনা কাবাডি দলের আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্পন্সর জোগাড় করতে না পারায় সেটা সম্ভব হয়নি। এবার আর সেই সমস্যা হবে না বলেই আয়োজকরা আশা করছেন।

আগামী ১১ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই আসরে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে আর্জেন্টিনা কাবাডি দল।  বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নেবে।

দলগুলো হলো―স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।  বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্রথম দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার লাল-সবুজ বাহিনীর সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments