Monday, April 15, 2024
spot_img
Homeসাহিত্যঅবজ্ঞা

অবজ্ঞা

সৈয়দ মুন্তাছির রিমন 

অবজ্ঞার চাঁদর
অবজ্ঞার চাঁদরে ডেকে দিলে ক্ষত
হৃদয়ের প্রকাশিত অমিও ক্ষুধা নথ,
লুব্ধ বন্দীর নজরে বন্ড উম্মাদ প্রথা
প্রস্ফুটিত বাগানে মালির বক্ষ ব্যথা।

অবজ্ঞার চাঁদর  
অন্ধকার গলিতে শকুনের হুঙ্কার
বেঁচে থাকাটা এক দুরহ সমাচার
দলে দলে তল্লাটে নিত্য কারাগার
স্বপ্নগুলো পুড়ে সমুদ্র পাড়াপার।

অবজ্ঞার চাঁদর
অবহেলার দংশিত নগ্ন সমর বিষে
বক্ষে তীর গেঁথে চোখে ছল ঢেকে,
নির্বাক আপোষে ছুটে দুর্বার ভেসে
সীমাহীন লজ্জায় শীতল হাঁসি হেসে।

অবজ্ঞার চাঁদর
সাদা-কালো বিবর্ণ বিজয় চিহৃ ধূসর
আবেগের মালায় উপেক্ষীত উদর,
ফানুসের মুহূর্ত লুকিয়ে রেখে কদর
অবসন্ন শিরোনামহীন মনের অতর।

অবজ্ঞার চাঁদর
খবরের কাগজে ছাপা রঙিন বাসর
নিস্প্রাণ দেহে সাজিয়ে যাই আদর,
নিষ্ঠুর শহরে জনজটে বিক্ষুদ্ধ নিথর
অট্টালিকার রঙ্গ চাষে হারায় মিথর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments