প্রশ্ন : অধিকাংশ বিত্তবান নিজেদের ছোট ছোট ছেলেমেয়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখেন। যেন তারা বড় হয়ে ওই টাকা দিয়ে ব্যবসা-বাণিজ্য কিংবা কিছু একটা করতে পারে। জমা করা টাকা যদি নেসাব পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে তাদের ওপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে কি না? ওয়াজিব হলে কার মাল থেকে তা আদায় করতে হবে? পিতা নিজের মাল থেকে আদায় করবেন, না বাচ্চার মাল থেকে?
-মুহাম্মাদ ফরিদুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা
উত্তর : নেসাবের মালিক নাবালেগ ছেলেমেয়ের ওপর সদকাতুল ফিতর তার সম্পদ থেকে আদায় করাই নিয়ম। তাই অভিভাবক বাচ্চার সম্পদ থেকে ফিতরা আদায় করে দেবেন। তবে পিতা ইচ্ছা করলে নিজ সম্পদ থেকেও তা আদায় করে দিতে পারেন। আল বাহরুর রায়েক : ২/৪৩৯-৪৪০