এফ সিরিজের নতুন ফোন ‘অপো এফ২১ প্রো ফাইভজি’ বাজারে এনেছে অপো। ফার্স্ট সেল চলাকালীন ক্রেতাদের অফার ও আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে তারা। ফোনটির সঙ্গে এক্সক্লুসিভ গিফট বক্স পাবেন ক্রেতারা। তিন হাজার ৯৯ টাকা সমমূল্যের বাক্সটিতে আছে বাংলাদেশের ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের স্বাক্ষর করা ব্যাক কাভার।
ক্রেতারা তিন মাসের জন্য বিনা মূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পাবেন এবং সোয়াপ মার্কেটপ্লেস এক্সচেঞ্জ অফারে ১৫ শতাংশ অতিরিক্ত ক্যাশ ভ্যালু পাবেন। এ ছাড়া ফার্স্ট সেল চলাকালীন গ্রামীণফোনের সিম ব্যবহারকারীরা ১১ জুন পর্যন্ত ইন্টারনেট ডাটা জিতে নিতে পারবেন। অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৪ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটির ব্যাক ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেইনবো স্পেকট্রাম ও কসমিক ব্ল্যাক রঙের ফোনটিতে আরো আছে ৮ গিগাবাইটের র্যাম এবং ১২৮ গিগাবাইটের রম।