Friday, March 29, 2024
spot_img
Homeবিনোদনঅপেক্ষার অবসান

অপেক্ষার অবসান

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশব্যাপী ১১ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ নায়িকার চলচ্চিত্রটি করোনার কারণে দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে। এর মাধ্যমে অপুর অপেক্ষারও অবসান হলো। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তারকা বহুল সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। এটিই প্রয়াত সাদেক বাচ্চুর শেষ সিনেমা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তি পেতে যাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত অপু। তিনি বলেন, সবার কাছে আমি দোয়া চাই।সিনেমাটি অনেক আগেই তৈরি হয়েছিল। করোনার কারণে মুক্তি স্থগিত হয়। সব বাধা পেরিয়ে অবশেষে হলে আসছে। তাই খুব এক্সাইটেড। আমি এতটুকু বলতে পারি এই সিনেমাটা দেখে দর্শকরা নিরাশ হবে না। আর এই সিনেমার বিশেষত্ব একটি মানুষকে ঘিরে। সেটা হচ্ছে সাদেক বাচ্চু আঙ্কেল। আমি ওনাকে উৎসর্গ করছি এই সিনেমাটা। অপু বর্তমানে বিএফডিসিতে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির কাজ করছেন। এ নায়িকা বলেন, ডাবিং করলাম ‘প্রেম প্রীতির বন্ধন’র। সিনেমাটার ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। এ ছাড়া আমার আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’র শুটিং শেষ। ওটারও ডাবিং করবো। সামনে আরও বেশ কয়েকটা কাজ আমার হাতে এসেছে। যখন সাইনিং করে ক্যামেরার সামনে যাবো তখন সবাইকে জানাবো। এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলমান অস্থিরতা নিয়েও কথা বলেছেন অপু। তিনি বলেন, আমি আসলে এ ব্যাপারে বিস্তারিত বলতে চাই না। এইটুকু বলতে চাই আমরা চলচ্চিত্রের মানুষ। আমাদের সিনেমাটাই পেশা। কাজের মাধ্যমেই পরিচিতি বাড়ে। দর্শকরা আমাদের ভালোবাসে, বিশ্বাস করে। কাজেই বিশ্বাস ধরে রাখাটাই আমাদের কাজ। আমি মনে করি কাজের বিকল্প কিছু নেই। করোনার কারণে দুই বছর চলচ্চিত্রসহ সব সেক্টরেই ভালো প্রভাব ফেলেছে। সেটা অনেকটা কাটিয়ে উঠেছি আমরা। এখন কিন্তু কাজ হচ্ছে। এটাকেই যাতে সবাই মিলে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমি চাইবো, আমরা বেশি বেশি সিনেমা করি। কাজে মনোযোগী হই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments