Wednesday, October 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকঅপেক্ষমাণ যাত্রী ফেলেই উড়ে গেল বিমান, কৈফিয়ত তলব

অপেক্ষমাণ যাত্রী ফেলেই উড়ে গেল বিমান, কৈফিয়ত তলব

ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা অপেক্ষমাণ যাত্রীদের ফেলেই উড়ে যাওয়ার জন্য একটি এয়ারলাইনসের কাছে কৈফিয়ত চেয়েছে। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে ওই ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ৬টায় ‘গো ফার্স্ট’ এয়ারলাইনসের বেঙ্গালুরু-দিল্লি ফ্লাইট বেঙ্গালুরু থেকে উড্ডয়ন করে। উড়োজাহাজটি বাসে চড়ে রানওয়েতে আসতে থাকা ৫০ জনেরও বেশি যাত্রীকে ভুলেই উড়ে যায়। 

প্রসঙ্গত, বিমান সংস্থাটি আগে ‘গো এয়ার’ নামে পরিচিত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রীরা তাদের মালপত্র বিমানে তুলে দিয়েছিলেন এবং তাদের কাছে বোর্ডিং পাসও ছিল। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

ক্ষতিগ্রস্ত যাত্রীরা টুইটারে বার্তা দিয়ে অভিযোগ করেছেন। ‘গো ফার্স্ট’ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। তবে এ বিভ্রান্তির কারণ কী তার ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেয়নি।

সুমিত কুমার নামের এক যাত্রী এনডিটিভিকে বলেন, ‘অভিযোগ পেয়ে গ্রাউন্ড স্টাফরা ফ্লাইটটি ইতিমধ্যে উড্ডয়ন করেছে কি না, তা পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তারা বলেন, ফ্লাইটটি ফিরে আসবে।’

ভারতের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, তারা বিমান সংস্থাটির কাছে বিষয়টি নিয়ে প্রতিবেদন চেয়েছেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments