Thursday, June 8, 2023
spot_img
Homeবিনোদনঅন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে - শাকিব খান

অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে – শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেছেন, ‘অভিনেতার বাইরে আমিও একজন মানুষ। আমার পরিবার আছে, সন্তান আছে, আত্মীয়-স্বজন আছে। শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বার বার বলছিলাম, এটা একটা ট্র‌্যাপ, যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে। কিন্তু নানা ধরনের বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবার দুশ্চিন্তায় ছিল। তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সঙ্গে হয়েছে।’

সাম্প্রতিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতিবাদ করেন—তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিল, তারা কিন্তু পালিয়েছেন।’

ডিবি অফিস ও আদালতে যাওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সঙ্গে কথা বলেছি। আজকে আদালতে গিয়েছিলাম। তারা আমার মামলাটি গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত এ ঘটনার পেছনে আর কারা কারা আছেন, ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে।’

শাকিব বলেন, ‘হেসেল সহ্য করার ক্ষমতা কারো থাকে না। কিন্তু আমার মনে হয়েছে, আর মুখ বুজে সহ্য করব না। এজন্যই সেদিন বলেছি, বোবা সেজে থাকার আর সময় নেই। মন সাঁয় দেয় না, তিন চারদিন ধরে কারো ঘুম নাই; তবুও ভিড় ঠেলে আজ আদালতে হাজির হয়েছি।’

দেশের শিল্পী-কলাকুশলীদের উদ্দেশে শাকিব বলেন, ‘শিল্পীদের বিরুদ্ধে প্রায় সময় দেখি এসব অন্যায় অভিযোগ। আমি তাদের একটা বার্তা দিতে চাই, এসব আর সহ্য করো না। একটু হেসেল হলেও তা সহ্য করে প্রতিবাদ করো। দেশে আইন আছে, প্রশাসন আছে—বিচারটা পাবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments