Wednesday, June 12, 2024
spot_img
Homeবিনোদনঅন্তুর বিচ্ছেদের ঘোষণা, কিছু্ই জানেন না পূজা

অন্তুর বিচ্ছেদের ঘোষণা, কিছু্ই জানেন না পূজা

জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার সঙ্গে সাড়ে চার বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিলেন তার স্বামী ও মডেল-অভিনেতা অর্নব অন্তু। তিনি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।
পোস্টটিতে পূজাকেও ট্যাগ করেছেন অন্তু। তবে এমন পোস্টের কারণ এখনও জানাননি অন্তু। বিষয়টি নিয়ে পূজা মানবজমিনকে বলেন, আমি আসলে এর কিছুই জানি না। আমিও পোস্টেই দেখেছি। আমার সঙ্গে অন্তুর দেখাও হয়েছে শুক্রবার সন্ধ্যায়। কিন্তু সে আমাকেও কিছু বলেনি। আমাদের এখনও বিচ্ছেদ হয়নি। এমন আলোচনাও হয়নি। অন্তু কি কারণে এমন পোস্ট দিয়েছে সেটাও বুঝতে পারছি না। এদিকে গায়িকা বাঁধন সরকার পূজার একটি গানে মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেই কাজের সুবাদে বন্ধুত্ব ও প্রেম। যার জের ধরে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments