Thursday, November 30, 2023
spot_img
Homeখেলাধুলাঅনুশীলনে ফিরলেন তামিম

অনুশীলনে ফিরলেন তামিম

দীর্ঘ ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল। আঙ্গুুলের চোট সারিয়ে মিরপুরের ইনডোরের মাঠে গতকাল প্রথম ব্যাট করেন বাঁহাতি এই ওপেনার। দেখে মনে হয়েছে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন তিনি। গত ২২শে নভেম্বর ইংল্যান্ডের লিডসে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান তামিম। চিড় ধরা আঙ্গুলে অস্ত্রোপচার করানো লাগতে পারে এমন ভাবনা নিয়েই ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কিন্তু স্ক্যান রিপোর্টে চিড় প্রায় সেরে ওঠায় চিকিৎসক তাকে পুনর্বাসনে পাঠান এবং এক মাসের সময় বেঁধে দেন। কিন্তু সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরেন তামিম। তবে শুরুতে হালকা ব্যাটিং করবেন।ধীরে ধীরে বাড়বে তার ওয়ার্কলোড। গতকাল শুধু স্পিনারদের খেলেছেন। দ্রুতগতির বল খেলবেন কয়েকদিন পর। বিসিএল নিয়ে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় নেট বোলার পাননি। স্পিনার রবিউলের পাশাপাশি থ্রো ডাউন খেলেছেন তামিম। প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন শেষে মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়েন তিনি।
আঙ্গুুলের চোটে তামিম পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আগে থেকেই ছিলেন না। নেপালে এভারেস্ট প্রিমিয়ার লীগের ম্যাচে গত ৬ই অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতে বুড়ো আঙ্গুলে আঘাত পান তামিম। কিন্তু ভুল চিকিৎসায় তার মাঠে ফেরা বিলম্ব হয়। তামিমের আঙ্গুলে দু’টি চিড় ছিল। প্রথম এক্স-রে’তে একটি ধরা পড়ে। সেই মোতাবেক চলে তার পুনর্বাসন। দুই সপ্তাহ পর ১৪ই নভেম্বর আরেকটি এক্স-রে করান তিনি। পুরনো চিড় ঠিকঠাক হলেও নতুন এক্স-রে’তে ধরা পড়ে আরেক চিড়। পুরনো চিড় ছিল আঙ্গুলের ভেতরের দিকে। নতুন চিড় ওপরের দিকে। ফলে নতুন করে আবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হয় তাকে। গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন তামিম। চোটের কারণে ছিলেন না ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি সিরিজে। টানা খেলার বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরির কারণে এতটা সময় মাঠের বাইরে কখনো থাকতে হয়নি তাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments